সেবা সমূহঃ
০১। মৎস্য সম্পদ উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে মৎস্যচাষী,মৎস্যজীবিদের চাষ/পরিকল্পনা গ্রহণে সহায়াতা প্রদান।
০২। মৎস্যচাষী,মৎস্যজীবিদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান।
০৩। মৎস্য বিষয়ক বিভিন্ন রোগ-ব্যধির চিকিৎসা/পরামর্শ প্রদান।
০৪। মৎস্য খামার,চিংড়ি খামার,মৎস্য আড়ৎদার,বরফকল স্থাপন,মৎস্য হ্যাচারী স্থাপন,মৎস্য প্রক্রিয়াজাত করণ কারখানা স্থাপন,মৎস্য সম্পদ রপ্তানি-আমদানিসহ ইত্যাদির লাইসেন্স প্রদান,কারিগরী ও প্রযুক্তিগত সহায়তা প্রদান,পরামর্শ প্রদান এবং নিয়মিত পরিদর্শন করা।
০৫। ক্ষুদ্র/প্রান্তিক চাষীদর অত্র দপ্তর হতে ঋণ প্রদান এবং ব্যাংক হতে ঋণ প্রদানে সহায়তা প্রদান।ৎ
০৬। উন্নত জাতের ব্রুড,রেনু,পোনা সরবরাহে সহায়তা প্রদান।
০৭। মৎস্য অভয়াশ্রম স্থাপন,বিল নার্সারি স্থাপনে কারিগরী সহায়তা ওপরামর্শ প্রদান।
০৮। মৎস্য আভাসস্থল পূণরুদ্ধার করণের লক্ষ্যে বিভিন্ন জলাশয় পূন:খনন করা।
০৯। বিভিন্ন খামার নিয়মিত পরিদর্শন ও পরামর্শ প্রদান।
১০। মৎস্য আইন সম্পর্কে জনগণকে অবহিতকরণ/সচেতন করা।
১১। হাওড়/বাওড়/বিলসহ অন্যান্য জলাশয়ে,বাজার ,মৎস্য আড়ৎ,বরফমিলে মৎস্য আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা।
১২। জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান।
সেবা প্রদানের প্রক্রিয়া:
*** অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত সাক্ষাত /টেলিফোন/মোবাইল/ই-মেইল/মৎস্য অধিদপ্তরের ওয়েব সাইট ইত্যাদির সাহায্যে যোগাযোগ স্থাপনের মধ্যমে।
*** মাঠ পর্যায়ে পরিদর্শন, প্রশিক্ষণ,চাষী সমাবেশ,দলগত যোগাযোগ।
*** চাষ ও সেবা বিষয়ক বিভিন্ন বই,লিফলেট,পোষ্টার,প্লিপচার্ট,ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস